কেমন করে রাখি ধরে


মাত্র দু'মাস পরমায়ু
শুভাগমন শৈত্যশেষে
রং লাগলে তুমিই এসে
সঙ্গে সখী দখিন বায়ু।


তুমি ছিলে পলাশ ছিল
ছিল অশোক কৃষ্ণচূড়া
ধামসা মাদল মহুল-সুরা
মনবিহঙ্গ উড়াল দিল।


যেটুকু রং এনেছিলে
উবে গেল যাবার পরে
পারিনি তা রাখতে ধরে
কেন এমন কেড়ে নিলে।


পথের পাশে গ্রাম-নগরে
চরণচিহ্ন আজও আছে
যখন কোয়েল ডাকে গাছে
হাসি ফোটায় ম্লান অধরে।


© অজিত কুমার কর