*
               এতদিন সে ছিল আপন।
এ ব্যথা জানাই কারে    কেমনে ভুলিতে পারে
              কী ভেবে সে করিল এমন!
          বেদনায় ঝরে যায় অশ্রু অবিরল
                কণ্টকিত হৃদয়কমল।


               কেন এ ছলনা এতদিন!
কত কথা তরুতলে          কখনো তরিতে জলে
             স্মৃতিপটে আজো অমলিন।
      ক্ষণিকের ভালোলাগা, ভালোবাসা নয়
              ক্ষণপ্রভা বিভীষিকাময়।


               নীরবতা আনে কত সুখ।
পাশাপাশি বসে থাকা      না রহিলে ফাঁকা ফাঁকা
              মিলিবারে দুজনে উন্মুখ।
        এক দিন দেরি হলে কত অভিমান
             ছিল না কি অন্তরের টান?


               চারিদিকে ধু-ধু বালুচর।
প্রাণ নেই কোনোখানে        জীবনের কীবা মানে
               মন বোঝা দুরূহ দুষ্কর।
        এ শুধু আমার নয়, প্রেমের বিলাপ
           নিষ্পেষিত না-ফোটা গোলাপ।