নাফের পানি রঙিন কেন চলছে কোথায় এখন হোলি
ফিসফিসিয়ে বাতাস বলে ‘শোন তাহলে তোরেই বলি।’
মায়ানমারে অশান্তি খুব রহিঙ্গারা ছাড়ছে দেশ
ওদের রক্ত মিশছে স্রোতে নৃশংসতার নেইকো শেষ।


যে সব চিত্র পড়ছে চোখে মানবতার বিপর্যয়
মনুষ্যত্ব হারিয়ে গেছে শাসনযন্ত্র পায় না ভয়।
বিশ্বজুড়ে হিংসা বিভেদ ইরাক ইরান সিরিয়া
পাকিস্তান চীন আমেরিকা ইসরায়েল ফ্রান্স কোরিয়া।


হুমকি ছাড়ে যে যার মতো  চালায় শক্তি প্রদর্শন
বিশ্ব যেন সৃষ্ট ওদের – দুর্বিনীত খল কুজন।
শূন্য এখন মেট্রো চ্যানেল মুখে ওদের কুলুপ আঁটা
প্রতিবাদের ঢেউ ওঠে না আটকে গেছে বোধ হয় কাঁটা।


কী বিচিত্র ধরার মানুষ বড়াই করে সভ্য জাতি
বিপর্যয়ে প্রাণ কাঁদে না পাষাণসম ওদের ছাতি।
রাষ্ট্রসংঘ নীরব কেন শীঘ্র পাঠাক শান্তি দূত
কীসের জন্য এমন সংঘ রহিঙ্গারা কি অচ্যুত?


বাঙালিদের হৃদয় দরাজ বাড়িয়ে দিল প্রীতির হাত
অন্ধকারের ফাঁদ সরিয়ে সবার জন্য সু-প্রভাত।
মানুষ যদি না রয় পাশে বাঁচাবে কে লক্ষ প্রাণ
অন্য দেশও বাড়াক-না হাত উঠুক বেজে সাম্য-গান।


কবে যে বোধ জাগবে ওদের বন্ধ হবে রক্ত-হোলি
মমত্ববোধ জাগুক চিতে হিংসার হোক অন্তর্জলি।
বিলাসব্যসন দুনিয়াজুড়ে করবে কেবা ত্যাগ স্বীকার
নজরুল আর সুকান্ত নেই, দুর্বিনীত মানত হার।


(নাফ নদী)