*            কেন এ অবহেলা
             অজিত কুমার কর


আমায় নিয়ে খেলছো তুমি এ কী খেলা!
    সহ্য করা ভীষণ কঠিন অবহেলা।
               ফুরাবে যৌবন
               ভারাক্রান্ত মন
করো না গো আমায় এমন হেলাফেলা।


   যায় না বোঝা রূপসিদের মতিগতি
  এখন হাসি ফের অভিমান কী দুর্গতি!
              ভাবনা নিরন্তর
               ব্যথিত অন্তর
সামাল দেওয়ার উপায় খুঁজি কঠিন অতি।


এখন জোয়ার না ভাসাতাম আসতে যদি
     ঘরের সামনে পুণ্যতোয়া গঙ্গা নদী।
             তোমাকেই তো চাই
              কেমনে একা যাই
     মনের কোণে উঁকি মারে 'সপ্তপদী'।


   চলোনা যাই সবুজ ঘেরা চন্দ্রকোণা
কারোরই নেই ওই কাননে আনাগোনা।
             আর করো না ছল
               নিরালা অঞ্চল
বনে নাকি কুটির আছে, আমার শোনা।