কেন এমন অস্থিরতা চতুর্দিকে!
আজ এখানে কাল ওখানে রক্ত ঝরে,
নৃশংসতা, সহিংস্রতা কোথায় শিখে
বুলেট দিয়ে মুহূর্তে সব ঝাঁঝরা করে।


চিন্তাধারায় অধঃপতন এমন কেন
কিসের খোয়াব দেখে ওরা দিনে রাতে!
সকল মানুষ ওদের কাছে শত্রু যেন
মানবিক বোধ শূন্য ব'লে ধ্বংসে মাতে।


পথে-ঘাটে দেবস্থানে হত্যালীলা
সুসম্পৃক্ত আকাশ বাতাস অশ্রুজলে,
কেমন করে করবে ওদের মোকাবিলা
কোনও দেশই বাদ পড়ে না ভূমন্ডলে।


নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা দ্বীপ, অস্ট্রেলিয়া
প্রাচ্য এবং প্রতীচ্যেও এমন ঘটে
ধরার মানুষ কেঁদে উঠে মর্মরিয়া
সব প্রতিরোধ পর্যুদস্ত জড়ায় জটে।


বন্ধ করো, বন্ধ করো হত্যালীলা
তা না হলে ভূমন্ডলে রইবে শিলা।


© অজিত কুমার কর