কেন এমন বিধানিষেধ
অজিত কুমার কর


কাব্য লেখায় বাধানিষেধ মেলা
করছে কেন এমন ছেলেখেলা?
নিয়মনীতির ধার ধারে না ওরা
মননে কী হয়েছে বিষফোঁড়া!


কবির কলম মানতে চায় না বাধা
কৃষ্ণ যাবেই ডাক দিলে শ্রীরাধা।
সৃজনে মন সৃষ্টি করেই চলে
পেষাই হচ্ছে কবিই জাঁতাকলে।


চাইবে 'লেখা' সাথে অনেক দাবি
আবোলতাবোল সত্যি হাবিজাবি!
কম পরিসর ছোট্টো একটা খাঁচা
ওর ভিতরে কোথায় বাঁধব মাচা?


যতরকম নিষেধাজ্ঞা তোলো
মুক্ত করো খাঁচার আগল খোলো।
লেখনী পাক তার স্বাভাবিক গতি
নিরসন হোক কবিদের দুর্গতি।


কবি লেখেন' 'কোথায় বা সীমানা
উড়ে বেড়ান 'কেউ করে না মানা'।
কালবোশেখি 'করবে দাপাদাপি'
ভূকম্পনে, 'সৃষ্টি ওঠে কাঁপি'।


© অজিত কুমার কর