*
      কে রাঙাল তোমায় আজি প্রভাত বেলা
     দু' নন্দিনীর সাথে কি এই আবির খেলা?
                                চৈত্র-প্রভাত বেলা।
              ছিলেম পাশে নয়কো দূরে
              তাকায়নি কেউ একটু ঘুরে
       পথের পানে চেয়ে চেয়ে কাটল বেলা
       সুরঞ্জনা-  কি ভেবে এই হেলাফেলা।
                             আজি প্রভাত বেলা।


       ভেবেছিলেম অর্ঘ্য দেবো কাছে এলে
    খুশি হতেম তোমার হাতের আবির পেলে।
                               কী ভেবে না-এলে।
               অর্ঘ্যটুকু রইলো পড়ে
              বাতাসে তা পড়ল ঝরে
     কুড়িয়ে নিয়ে দেখি আমি নয়ন মেলে
    কী করে তা নদীর জলে দেবো ফেলে।
                             দিতেম কাছে এলে।