#     কেন হয় এমন
     অজিত কুমার কর


     আমার স্বপ্নরা
ঠিক যেন হিজল বকুল
     গন্ধে দেয় ধরা।
   সাজিতে রাখি ভরে
  হাসি ফোটায় অধরে।


      শুরুটা ঠিক হয়
স্বপ্নের শেষ কোথা হারায়
       কত বর্ণময়!
   কী করে যে ভাঙে ঘুম
তখনও তো রাত নিঝুম।


    এই পাহাড় ওই বন
কল্লোলিত ঝরনার জল
       ওর অবগাহন।
   ঠিক তখনই অঘটন
স্রোতের টানে হারায় মন।


       ফের নতুন স্বপ্ন
  ওই স্বপ্ন ফিরল না আর
      বোধ হয় বিষণ্ণ।
   আলো আঁধারির খেলা
  ওদিকে আলোর মেলা।