কাজ করো ভজ নাম মৌন হয়ে রও
অকারণ এত বেশি কেন কথা কও।
কেহ নহে আপনার এই ধরণিতে
দুদিনের খেলাঘর হারে কেউ জিতে।
যা কিছু রহিবে পড়ে যাবে একা ফিরে
পাবে ঠাঁই কোলে তাঁর মন্দাকিনী তীরে।
দঃখ নাই শুধু সুখ শোভা মনোরম
পরিদের নৃত্যগীতে আসর গরম।


যাহাদের সাথে ছিলে এতদিন ভবে
ভুলে যাবে অচিরেই মনে নাহি রবে।
এটাই নিপাট সত্য করি নিবেদন
ভুল করে ভাব সবে আপনার জন।
যতদিন আছো ভবে করো নিজ কাজ
ঢাকা রাখে কালো দিক বাহিরঙ্গ-সাজ।