খাঁ-খাঁ ভুবন
অজিত কুমার কর


স্বর্ণচাঁপা কনকচাঁপা ফুল ফুটেছে রাশি
ফুলের মধ্যে ভেসে ওঠে তোমার মুখের হাসি।
মধুর বাসে তোমাকে পাই
তলায় বসে পরান জুড়াই
আগের মতো এখনো মা তোমায় ভালোবাসি।
স্বর্ণচাঁপা কনকচাঁপা ফুল ফুটেছে রাশি
ফুলের মধ্যে ভেসে ওঠে তোমার মুখের হাসি।


তোমার স্মৃতি জড়িয়ে আছে
যেন যমজ, দুইটি গাছে
দাঁড়িয়ে আছে শির উঁচিয়ে দু'জন পাশাপাশি।
স্বর্ণচাঁপা কনকচাঁপা ফুল ফুটেছে রাশি
ফুলের মধ্যে ভেসে ওঠে তোমার মুখের হাসি।


প্রথম ফোটা ফুলটি নিয়ে
ছুটি পুজোর ঘরে
পায়ের কাছে রেখে আমি
বসি চুপটি করে
মা মা বলে তোমায় ডাকি
কখনও মা দিই না ফাঁকি
তুমি ছাড়া ভুবন শূন্য নয়নজলে ভাসি।
স্বর্ণচাঁপা কনকচাঁপা ফুল ফুটেছে রাশি
ফুলের মধ্যে ভেসে ওঠে তোমার মুখের হাসি।


© অজিত কুমার কর