অনাহারক্লিষ্ট মানুষের
                  হাহাকার,
পৃথিবী তুমি কি নীরব রবে
              কিছুই কি নেই করার!


এখনও ফেলে দেয়
           নিরন্নকে বঞ্চিত করে,
হো-চি-মিন, ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারার
      বিপ্লবের বাণী
               মাথাকুটে মরে।
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’
            ঝলসানো রুটিও অমিল
কল্পনার ফানুস নিমেষে মিলায়
                      দারুণ দুঃসময়!


কঙ্কালসার দেহের ছবি
ভেসে ওঠে টিভির পর্দায়
খবরের কাগজে, স্মার্ট ফোনে
              কারও টনক নড়ে না
পুঁজিবাদের কালো গহ্বরে
      নিমজ্জিতের চোখে
               এমন ছবি ধরা পড়ে না
কানে পৌঁছায় না
              আর্তের কান্না।


জঞ্জালমুক্ত হোক ধরা
কী দরকার ওদের বেঁচে থাকার!
                   চিন্তনে এমনই খরা।