খুঁজি তোমারেই
অজিত কুমার কর


বঁধুয়া কোথায় গেলে কী নিয়ে বিভোর
একা একা কেটে গেল বিভাবরী ভোর।
স্মৃতির সরণি বেয়ে খুঁজি তোমারেই
লাল রডোডেনড্রন খোঁপাতে তো নেই।


সাগরে সাঁতার কাটি ধেয়ে আসে ঢেউ
বেসামাল হয়ে বুকে দেখেনি তা কেউ।
উত্তাল তরঙ্গ মাঝে তুমি আর আমি
কেমন শক্ত-বাঁধন দেখে অন্তর্যামী।


কী পেলে যে খুশি হও অজ্ঞাত এখনো
করিনি তোমারে আমি অবজ্ঞা কখনো।
মনের নাগাল পাওয়া শক্ত সুকঠিন
সাফল্য পাব যে আমি সে আশাও ক্ষীণ।


যেখানে থাকনা কেন তুমি সুখে থেকো
প্রয়োজন হয় যদি অবশ্যই ডেকো।
আমার যা কিছু ছিল দিয়েছি তোমায়
তোমারেই ভেবে ভেবে দিন কেটে যায়।


বিধির ইচ্ছানুযায়ী আহেলি এ প্রেম
নৈসর্গিক অনুভূতি শৃঙ্গজুড়ে হেম।
প্রেম-প্রীতি চিরন্তন রেখেছি গুছিয়ে
প্রত্যহ কুলুঙ্গি খুলি পূজি পুষ্প দিয়ে।


© অজিত কুমার কর