খুকুর মিতা শালিক তিতির
অজিত কুমার কর


চার শালিকের ঝগড়া শুরু শীতের সাতসকালে
খুকুর নিদ্রা গেল টুটে সঙ্গে সঙ্গে এলো ছুটে
প্রশ্ন ছোঁড়ে বিবাদ কেন? বিশ্বযুদ্ধ লাগলো যেন
অত ঠোকর মারিস না রে ভাঙা টিনের চালে।


বোধ হয় ওরা শুনতে পেয়ে গেল সবাই উড়ে
বেশ তো ছিলি কেন গেলি ঝগড়া করি আমিও খেলি
তোদের জন্য দুয়ার খোলা উনুনে মা ভাজছে ছোলা
ওদের এমন কান্ড দেখে কান্না দিল জুড়ে।


খুকুমণির সাথেই ওদের সখ্যতা খুব বেশি
কান্না শুনে এল ফিরে ভেজা দুচোখ অশ্রুনীরে
বসেছিল শিউলিতলায় দেখে খুকু দুখ ভুলে যায়
কে আগে ওর আসবে কাছে পাখির রেষারেষি।


ভাজা ছোলা ছড়িয়ে দিতে লাগল ওরা খেতে
আবার শুরু কিচিরমিচির উড়ে এল একটি তিতির
খুকু বলে গান একটা গাও খুঁটে খুঁটে ছোলাও খাও
ওরা সবাই একসঙ্গে খেলায় রইল মেতে।
------
© অজিত কুমার কর