রোজ বিকেলে বেড়াই আমি
কংসাবতীর তীরে।
হাঁটছি ধীরে ধীরে
সাগরমুখী সখায় শুধাই
‘আসবি কবে ফিরে।’


খাদ্য বরফ মাছধরাজাল
সবই মজুত আছে
লক্ষ্য ইলিশ মাছে
সবার মুখে ফুটবে হাসি
দুর্গাপূজা কাছে।


ঝিরিঝিরি বৃষ্টি ঝরে
পড়ল ইলিশ মেলা
সেদিন সন্ধ্যাবেলা
ভাগ্যদেবী সুপ্রসন্ন
সব তো তাঁরই খেলা।


নৌকা ওদের ভিড়ল তীরে
দশবারো দিন পরে
প্রভূত মাছ ধরে
পুজোটা বেশ কাটবে ভালো
খুশির আমেজ ঘরে।


মায়ের হাসি বাবার খুশি
নতুন ফ্রকে মেয়ে
দীপ্তিতে মুখ ছেয়ে
রঙিন ধনেখালি প্রিয়ার
ডাকল কাছে পেয়ে।


‘তোমার কিছু দেখছি না যে
ফুরিয়ে গেল নাকি!
তুমিই শুধু বাকি
লাগলে পরে দিতে পারি
আমার চোখকে ফাঁকি।’


‘জানি আমি শুনতে হবে
তোমার এমন কথা
পাছে না পাও ব্যথা
কিনেছি তাই আগেভাগে
করিনি অন্যথা।’।