খুশির ভুবন
অজিত কুমার কর


একটা ছড়া পলাশরাঙা একটা ছড়া নীল
একটা ছড়া মাছটা দেখেই ছোঁ মারে গাঙচিল।
একটা ছড়া ছড়িয়ে দিল তাজা গোলাপ ফুল
কয়েকটা ফুল কুড়িয়ে নিয়ে খুকু বানায় দুল।


একটা ছড়া প্রজাপতি, আয় এদিকে আয়
খুকুর ডাকে দেয়নি ছাড়া কোথায় উড়ে যায়।
একটা ছড়া খুবই মজার খুকুর জন্মদিন
খুকুর যত সঙ্গীসাথি নাচে তা-ধিন ধিন।


একটা ছড়া আলতা পায়ে নতুন কনে বউ
যখনতখন ছলকে ওঠে হাসি তো নয়, মউ।
একটা ছড়া শীতের রাতে মায়ের কোলে ঘুম
একটা ছড়া জড়িয়ে ধরে তখন দিল চুম।


একটা ছড়া লাগামছাড়া ছুটির কটাদিন
একটা ছড়া হারিয়ে যাওয়া খুশি অন্তহীন।
একটা ছড়া মিঠেকড়া জিরেনকাটের রস
একটা ছড়া শাবাশ শাবাশ দশের মধ্যে দশ।
                            ###