******************************
   দুহাত নেড়ে ভাষণ ঝেড়ে ভরায় শুধু আশ্বাসে
আমজনতা মরছে মরুক তাতে কী বা যায় আসে।
ঘটছে মৃত্যু বজ্রাঘাতে
                              ক্ষুধার জ্বালা অনিদ্রাতে
            অঝোর বৃষ্টি ধ্বসছে বাড়ি
              যাতায়াতের বন্ধ গাড়ি
জ্যৈষ্ঠ মাসের বৃষ্টিধারায় রাস্তা ফসল সব ভাসে
টাকার থলি চাকরি নিয়ে মরার পরে যায় পাশে।


সীমান্তে জোর গুলির লড়াই কফিনবন্দি সেনার লাশ
মহান দেশের মহান নেতার নিয়মমাফিক যোগাভ্যাস।
দুদিন ছাড়া বিদেশ ভ্রমণ
                                হচ্ছে খরচ গচ্ছিত ধন
              খেলাচ্ছে বেশ নীরব মেহুল
                জীবনযাপন বিলাসবহুল
ধরাছোঁয়ার বাইরে বিজয় জনগণের সর্বনাশ
ঘাস কেটে খাও সারাজীবন আর করে যাও শস্য চাষ।


আমজনতার প্রাণের কী দাম ওরা রাজার আজ্ঞাবহ
  ছাপটা মেরো ভুল করো না জীবন হবে দুর্বিসহ।
কথার কথা নয় এগুলো
                               দেখছি কানে গোঁজা তুলো
              না গেলেও যায় আসে না
           আমাদের সব লোক আছে-না
ওসব কাজে দারুণ পটু দিচ্ছি ট্রেনিং অহরহ
ওদের কাছে যন্ত্র আছে ওরাই দলের বার্তাবহ।