ডাক দিয়েছে যেতেই হবে নিজেই রেঁধেছে
একটুও টের পাইনি আমি কী ফাঁদ ফেঁদেছে।
‘শীর্ষ থেকে নেমে এসে
তটিনী অর্ণবে মেশে
আমার পথ কি ভিন্ন হবে, বলেই কেঁদেছে।’


জানি না হায় কখন আমায় এমন বেঁধেছে
আকাশকুসুম স্বপ্ন দেখে মাল্য গেঁথেছে।
‘বাছলে কেন দীন ভিখারি
শুক বেছে নাও ওগো শারি
মরীচিকার কুজঝটিকায় চক্ষু ধেঁধেছে।’