যেই আমারে ক'রল তাড়া শীতের রাতে কুকুরে
অমনি আমি ঝাঁপ দিয়ে দিই পানায় ভরা পুকুরে।
           ছাড়ছে না সে আমার পিছু
           উপায় খুঁজে পাইনি কিছু
যেই ডুবেছি হারিয়ে ফেলে দেখছে না মন-মুকুরে।


মুখটি তুলে দেখতে পেলাম ও তো ডাঙায় দাঁড়িয়ে
তখন আমি শুধাই ওকে কী ফল পেলি তাড়িয়ে!
          একটু দাঁড়া জ্বালবো আগুন
          বুঝবি তখন কেমন ফাগুন
আমার কথা শুনেই বুঝি লেজটা দিল বাড়িয়ে!