কীর্তিগাথা


বর্ণ দিয়ে গাঁথছি মালা
              তাও তোমার দান
তোমার কীর্তিগাথায়ভরা
               এই গীতবিতান।
    কথার গায়ে সুর লাগালে
    ঊর্বশীরা নাচবে তালে
    নবীন তপন প্রভাত কালে
                দেবে বীণায় টান।


পাঠিয়ে দিয়ো আদেশ তোমার
                আনবে সমীরণ
তোমার চেয়ে ভালো বোঝে
                কেবা আমার মন।
     গোধূলিতে ঘরে ফিরে
      বসি যখন নদীর তীরে
      সূর্য ডোবে ধীরে ধীরে
                 জুড়িয়ে দিয়ো প্রাণ।


@অজিত কুমার কর