কবে হবে প্রতীক্ষার অবসান
অজিত কুমার কর


আসবে বলে দুয়ার খোলা
এসো আমার ঘরে
নানান ফুলের গন্ধ আসে
বাতাসে ভর করে।
আসবে তুমি কখন কিসে
টনক নড়ে পাখির শিসে
ক্ষণিকে যায় হাওয়ায় মিশে
বিষাদে মন ভরে।


তোমার হাতে কী ফুল থাকে
জানিয়ে দিলে আগে
তৈরি হয়ে রইব আমি
তখন আগেভাগে।
তোমার পরশ পাবার আশায়
সারাটাদিন, রাত কেটে যায়
এমন করেই বছর ফুরায়
সবার অগোচরে।


© অজিত কুমার কর