কোহিনুর--- কোহিনুর---
তুমি গরীয়সী তুমি নুর।
লুটেরার হাত ঘুরে তুমি চলে গেছ বহুদূর।
জন্ম যদিও ভারতে
কৃশকায় হতে হতে
শোভিছ মুকুটে পেরিয়ে লম্বা ট্যুর ।


তুমি কি জানো---
তোমার আশায় আজও দিন গুনে সকল ভারতবাসী?
কবে পাব দেখা জানি না তা কেউ অকুল সাগরে ভাসি।
ঘরের রত্ন ঘরেতে ফিরুক
পেতে দাও তাকে শান্তি
জুলুম খাটিয়ে আটকে রাখা দূর হোক সব ভ্রান্তি।


মুখে ফাঁকা বুলি সাম্য মৈত্রী
একটুও নেই সততা
বোঝে না কেন, গোলাম তো নয়
দিক না মুক্তি বারতা।