কচিপাতা
অজিত কুমার কর


নবীন আসবে প্রবীণের প্রস্থান
তাই ঝরে পড়ে সোনালি পত্র যত
এটাই নিয়ম ছেড়ে দিতে হবে স্থান
বিদায়বেলায় আচরণ সংযত।


মর্মরধ্বনি শুনি আমি কান পেতে
পুঞ্জিত ব্যথা মিশে যায় মাটিতেই
আনমনা হই বনপথে যেতে যেতে
ছেড়ে যাবো চলে আমিও পৃথিবীকেই।


নতুন পাতার রং তো সবুজ নয়
খয়েরের রঙে অপরূপ বেশবাস
ঝরাপাতা বলে, 'জয় নবীনের জয়
উড়ে যাবো দূরে এলেই চৈত্রমাস।'


ন্যাড়া গাছটাই ভরে গেল পল্লবে
পতপত করে দক্ষিণ সমীরণে
কী অনুরণন কোষে পাই অনুভবে
ওদিকে আগুন লেগেছে পলাশ বনে।


© অজিত কুমার কর