*
                সবার জানা      
                সবুজ পানা
পুকুর ডোবায় হয়     দারুণ বর্ণময়
       যখন যেমন তখন তেমন
             জীবন ছন্দময়।


              বাতাসে ধায়
              ও'ঘাটে যায়
চোখ দুটি চকচক     মাছের আশায় বক
      পাতার শোভায় নয়ন জুড়ায়
             অপূর্ব ঝকমক!


              ফুলের রাশি
               ছড়ায় হাসি
হৃদয় হরণ রূপ      গন্ধ বিহীন ধূপ
    আদর না পায় কেবল তাকায়
           চারিদিক নিশ্চুপ।
            
              মৎস্য খুশি
              শিকড় চুষি
তপ্ত হয় না জল     শরীর রয় শীতল
    এধার-ওধার কাটছে সাঁতার
             সর্বদা চঞ্চল।