*
                        কোথায় তুমি
                     অজিত কুমার কর


   হাঁটছি পথে বৃষ্টি এলো গন্ধ ছড়ায় ভিজে বকুল ফুল
নদীর ধারে ঠিক নিশানা খুঁজে পেতে হয়নি কোনো ভুল।
   কোথায় তুমি দেখছি না তো বৃষ্টি এল জোর
   গাছের নীচে দাঁড়াই আমি কোমর ধরে ওর।
    স্বর্ণচাঁপা ফুল কি খোঁপায় সুরভি তাঁর করেছে আকুল
তোমার দেখা পাবার আশায় সকাল থেকে এ চিত্ত ব্যাকুল।


          মেঘে মেঘে সারাটা দিন ধোঁয়াটে আকাশ
           গোধূলিও ধূসর আজি ভরা শ্রাবণ মাস।
আঁধার নামে নদীর বুকে কী করি আজ পাই না ভেবে কূল
তোমার দেখা পাবার আশায় সকাল থেকে এ চিত্ত ব্যাকুল।


       নামল হঠাৎ বৃষ্টিধারা কর্দমাক্ত পথ
   হাওয়ায় ছাতা উল্টে গেল ভগ্ন মনোরথ।
   পড়ে গেলাম নদীর জলে পিছল নদীকূল
ভেসে গেছে স্রোতের টানে খোঁপার চাঁপা ফুল।
    আশঙ্কাটা সত্যি হ'লো কষ্টের শেষ নাই
ওদিকেই তো যাচ্ছি আমি আভাস ঠিকই পাই।
    তবুও তো হল দেখা ধরো আমার হাত
     শক্ত করে ধরে রাখ বাঁদিকে যে খাদ।
খোঁপায় তোমার কী ফুল ছিল চাঁপা না বকুল?
   স্বর্ণচাঁপা ছিল খোঁপায় হয়নি তোমার ভুল।


##অজিত কুমার কর