কোথায় আমার মা
অজিত কুমার কর


বুলবুলিটা খুব সকালে
ঘুম ভাঙাতে যখন ডাকে
তখন আমি শুধাই ওকে
বলনা রে মা কোথায় থাকে?


একা আমি আমার তো নেই
শোলোক-বলা কাজলা দিদি
দে-না খুঁজে একটা আমায়
দিদির কোনও প্রতিনিধি।


ঘুম পাড়াতে আসে না কেউ
ভাঙাতে তুই আসিস কেন?
হাতপাখাটা নড়তে থাকে
মনে হয় মা নাড়ছে যেন।


ভয় দেখাতে বলে না কেউ
লুকিয়ে আছে ভূত আড়ালে
এক দৌড়ে পৌঁছে গেলে
একশো হামি তখন গালে।


© অজিত কুমার কর