কোথায় চড়াই
অজিত কুমার কর


আসতো চড়াই পড়ার ঘরে ফুড়ুৎ ফুড়ুৎ উড়তো
পোকামাকড় পেত কত
চঞ্চলতা অবিরত
সাথি যদি থাকত সাথে ঝগড়াঝাঁটি জুড়তো
ফুড়ুৎ ফুড়ুৎ উড়তো।


আসবে বলে ঘরের ভিতর মৌন সিলিং ফ্যানটা
কষ্ট একটু হোকনা আমার
চেয়েছি তো আসুক আবার
উপস্থিতি না দেখে ওর ভাঙল আমার ধ্যানটা
মৌন সিলিং ফ্যানটা।


ভাবনা আমার বাড়িয়ে দিল দাঁড়াই গিয়ে বাইরে
বুলবুলি টুনটুনি আসে
কোকিলের সুর হাওয়ায় ভাসে
কিন্ত কোথায় গেল চড়াই বাতাস বলল 'নাইরে'
তখন আমি বাইরে।


শিহরনে কাঁপল হৃদয় বিষণ্ণতায় ভরলো
এখন যারা শোনাচ্ছে গান
স্তব্ধ হবে ওই কলতান
অন্তরালে আছে কারা, ওদেরকে গ্রাস করলো
বিষণ্ণতায় ভরলো।


© অজিত কুমার কর