কথার ভাণ্ডার


আমার কথা জমিয়ে রাখি মনের একটি কোণে
কিছু কথা যায় না বলা রাখি সঙ্গোপনে।
শক্ত হাতে রজ্জু ধরি
ডুবে যেন না যায় তরি
প্রকাশ করা যাবে কিনা আগে বিচার করি
নইলে আবার তাড়াতাড়ি কুলুঙ্গিতেই ভরি।


আমার কথার প্রতিক্রিয়ায় যদি তুফান ওঠে
সামলান দায় হবে তখন ঝাঁপাবে একজোটে।
সন্তর্পনে এগিয়ে চলি
সুজন পেলে তবেই বলি
নইলে আঘাত হানতে পারে যুগটা যে ঘোর কলি
মানুষ এখন বহুরূপী জড়ায় নামাবলী।


যে ঘটনা ঘটল সেদিন ঘরে গভীর রাতে
একের পর এক প্রশ্ন করে পারি না সামলাতে।
উড়িয়ে দিলাম ঝাঁপি খুলে
হৃদয় আমার উঠল দুলে
বলছি কারে তা জানি না দাঁড়িয়ে এলোচুলে
কী বলেছি আর মনে নেই  গেলাম সবই ভুলে।


ঘুমটা যখন ভাঙল আমার তাকাই নয়ন মেলে
পদচিহ্ন পড়ত ঠিকই এ ঘরে কেউ এলে।
যদি গিয়ে প্রচার করে
কী যে হবে শোনার পরে
দেশদ্রোহী ছাপ লাগাবে পাঠাবে শ্রীঘরে
স্পষ্ট কথার প্রাপ্তি ওটাই দেশে দেশান্তরে।


#অজিত কুমার কর