*  কারও কাছে জিশু মহান কারও কাছে আল্লা
   কেউ বা আবার ব্রহ্মবাদী ও’দিক ঝুঁকে পাল্লা।
             বেলপাতা ফুল ত্রিশূল ঘটি
             দেবদেবতা একশো কোটি
    পোশাকেও বিচিত্রতা কেউ পরে আলখাল্লা।


      বৃক্ষপূজা পাহাড়পূজা চলতে থাকে নিত্য
     বিশ্বাসে সব প্রাপ্তি ঘটে খুশিতে রয় চিত্ত।
              আদিবাসীর মারাং বুরু
                ভূপ্রকৃতি সবার গুরু
  ঐক্য প্রীতি বাড়তে থাকে নাই বা বাড়ল বিত্ত।
                
      অন্তরে চাই সহিষ্ণুতা আসল বিশ্বশান্তি
   সাকার কিংবা নিরাকারে হয়না যেন ভ্রান্তি।
                হৃদয়ে থাকুক সদাই শুচি
                  বন্ধু সবাই, মেথর মুচি
    বর্ণবিভেদ কখনো নয় কালো গৌরকান্তি


    বহুর মধ্যে মহামিলন ভারতবাসীর কৃষ্টি
যে যার মতো করুক পুজো সবুজ থাকুক সৃষ্টি।
             প্রকৃতিকে ভালোবেসে
             স্বর্গ গড়ি আপন দেশে
আকাশ থেকে পড়ুক ঝরে শান্তিসুধা বৃষ্টি।
                    ====