কোথায় আকাশ কোথায় সাথি
অজিত কুমার কর


প্রভাত হলেই মেলত ডানা
যখন ছিল বনে,
কত সুখে কাটত জীবন
পড়ছে এখন মনে।


একা তো নয় থাকতো দুজন
বাসায় ছোট্ট ছানা,
ওদের জন্য ভাবনা হতো
শত্রু না-দেয় হানা।


বারেবারে ফিরত নীড়ে
পোকামাকড় নিয়ে,
কত শান্তি মায়ের মনে
মুখে খাবার দিয়ে।


বন্দিজীবন এখন পাখির
জেলের মতোই খাঁচা,
সময়মতো খাবার মেলে
এটা শুধুই বাঁচা।


কোথায় আকাশ কোথায় সাথি
এখন কেমন আছে?
হয়তো সে-ও বন্দি কোথাও
নয়তো আছে গাছে।


© অজিত কুমার কর