*               কত ঘাটের জল খাবে
                    অজিত কুমার কর


তোমার প্রেমকে ফেলতে পারি একটা বাঁধা ছকে
   আজ এখানে কাল ওখানে নদীর ঘাটে রকে।
               সর্বদা রও পাশাপাশি
             স্রোতের মতো উছল হাসি
    প্রতিদিনই নতুন পাখি আমিই গেলাম ঠকে
   পাড়াগাঁয়ের কাজলা মেয়ে নয় অত চকচকে।


     ভেবে নিয়ো হারিয়ে গেছে তোমার চন্দ্রাবতী      
         জেবুন্নেসা অষ্টাদশী সুন্দরীও অতি।
                 শুভ ইচ্ছা রইবে পাশে
               শিশির বিন্দু যেমন ঘাসে
    সূর্য থেকে আলো নিয়ে ছড়ায় দিব্য জ্যোতি
   তোমার গাঙে পূর্ণ জোয়ার পানসি পাবে গতি।