*
                 কত কী যে ইচ্ছে করে
                   অজিত কুমার কর


  সবাই জানে আমি তোমার দুরন্ত এক ছেলে
ছুটে পালাই আম কুড়োতে বইগুলো সব মেলে।
                 দুইটা পকেট যখন ভরে
                দু'হাতে আর কয়টা ধরে
    ঝড়ের বেগে ছুটে এসে উঠোনে দিই ফেলে
তোমার ভয়ে সিঁটকে থাকি, মেলে না, না গেলে।


   কত কী যে ইচ্ছে করে বলতে পারি না যে
শুনেই হয়তো বলবে তুমি চিন্তা ভাবনা বাজে।
               নৌকা নিয়ে নদীর বুকে
               ভেসে যাবো দূর মুলুকে
ঝরনাধারায় তোমার সাথে ভেজাতে চাই গা যে
   চলো না গো যাই দুজনে লক্ষীসোনা মা যে।


  দস্যিপনায় আমিই সেরা দিদির চেয়ে বেশি
  দিদির সাথে চলে আমার সদাই রেষারেষি।
                ছুটির পরে এসব করি
              কাঠবিড়ালীর পিছন ধরি
  দিদি বলে, করলে এমন হবি না তুই মেসি
শুনেই বলি ড্রিবল করি দেখাই পায়ের পেশি।


উসেইন বোল্ট দৌড়ে যেমন আমি তেমন পারি
অবজ্ঞাতে ভেংচি কাটে কী পালোয়ান ভারী!  
               বলোনা মা পারব কিনা
             'হয় না শরীর ব্যায়াম বিনা
   অনুশীলন প্রত্যহ চাই কঠোর নিয়ম জারি
  এখন থেকে নিয়ম নিষ্ঠা খুবই যে দরকারি।'