*                  
দোষের ভাগী কে হতে চায় চাপাতে চায় পরের ঘাড়ে
মিলেও যায় কখনসখন হদিস পেলে আর কি ছাড়ে।
                 এমন কত ঘটছে দেশে
                ভুক্তভোগী নাকাল শেষে
বানানো সব তথ্য দিয়ে পাঠিয়ে দেবে জেল-খোঁয়াড়ে।


এই যে এখন মরছে শিশু দুঃখে কাতর মাতা পিতা
সামাল দিতে পাঠিয়েছে দিল্লি থেকে জানো কি তা।
                 হারিয়ে গেছে মুখের ভাষা
                ধোঁয়ায় মেশে সকল আশা
কেউ কখনো ভেবেছিল দেখতে হবে শিশুর চিতা।


চরম গাফিলতির শিকার কয়েক শত ফুলের কুঁড়ি
  প্রতিবাদীর মুখের ওপর সগৌরবে মারবে তুড়ি।
                  এরা পুত্র-কন্যাহারা
               কপোল বেয়ে অশ্রুধারা
    দীনদরিদ্রের সহায় কেবা মন্ত্রী এলে হুড়োহুড়ি।


কেন এমন অমানবিক এদের কান্না যায় না কানে
   ক'দিন মাত্র তৎপরতা এ সত্যটি সবাই জানে।
                  ফাঁকি দিলে পড়বে ফাঁকে
                 পড়তে পারো ঘোর বিপাকে
গরিব মানুষ প্রাণ বাঁচাবে ওরাই জানে প্রাণের মানে।