কত শক্তি সব দেহে
অজিত কুমার কর


মাত্র কদিন রইব ধরায়
ডাকলে পরে যেতেই হয়,
কর্ম করি সময় ধরে
তাইতো আমি পাই না ভয়।


সকল জীবের মৃত্যু হবে
বাঁচে সবাই স্বল্প দিন,
কীসের ভয়ে হব ভীত
চেষ্টা করব শোধতে ঋণ।


হিংসা ভুলে প্রীতি দিয়ে
করব আমি হৃদয় জয়,
যত শাস্তি দিক-না আমায়
সত্য ছাড়া মিথ্যা নয়।


সবাই যদি সরল মনে
কোনো কাজে লাগাই হাত
তখন সফল হবই হব
রাঙবে আকাশ টুটবে রাত।


বরফ গলে যখন নামে
অতি শীর্ণ তার দেহ
সে তার লক্ষ্যে পৌঁছে যাবে
ভাবতে পারে তা কেহ?


© অজিত কুমার কর