কত সুখ পৌষ অঘ্রানে
অজিত কুমার কর


অঘ্রান-পৌষের আঁচলের নীচে রই
এত সুখ গ্রামেতেই শুধু পাই
জোগায় যা চাই, কখনো একাকী নই
সুখে আছি, জলে জঙ্গলে হারাই।


গাছে গাছে হাঁড়ি নামাবে প্রভাত হলে
পুরো তৃপ্তি এক গ্লাসে হয় নাকি?
বড় বড় চোখ ধমকের সুরে বলে
'আর নয়' জননীকে দিবি ফাঁকি!


মাটির সাথেই কত নিবিড় সংযোগ
সারামাঠ হলুদ মেখেছে গা'য়
প্রজাপতি অলি রূপ রস করে ভোগ
মাঠে গেলে ছোটে মন নীলিমায়।


কতনা পার্বণ বাঙালির ঘরে ঘরে
পুলিপিঠা ঝোলাগুড় তার সাথে
কখানা খেলাম টপাটপ অগোচরে
আরো দাও শূন্য বাটি থাকে হাতে।


© অজিত কুমার কর