রূপ যে নজরকাড়া
ছোঁ মেরে নেয় কাড়ি
বাইক নিয়ে ছুটছে পিছে
তর্ক কাড়াকাড়ি।


দাঁড়িয়ে আছি খাড়া
সামনে বিশাল খাড়ি
জঙ্গলে যাই কেমন করে
ঢাল যে খাড়াখাড়ি।


রইনি রে বউ ছাড়া
কেমন করে  ছাড়ি
অন্য নারীর প্রেমে পড়ে
হলোই ছাড়াছাড়ি।


চলছে রে ধানঝাড়া
আমিও সাথে ঝাড়ি
ফাগুন মাসে নাতির বিয়ে
করছি ঝাড়াঝাড়ি ।


দিচ্ছি না রে তাড়া
পেটপুরে খা’ তাড়ি
পুলিশ এলে ধরবে তোকে
কাটবি তাড়াতাড়ি।


দুধটা গরম, নাড়া
টিপতে হয় রে নাড়ি
সহজে কি দই বসে রে
করলে নাড়ানাড়ি।


এবার হাতটা বাড়া
সামনে আমার বাড়ি
সাঁকো থেকে পড়বি নীচে
করলে বাড়াবাড়ি।


বড় গাছটা ষাঁড়া
পাশেরটা তো ষাঁড়ি
পূর্ণিমাতে ছাপায় দুকূল
জোয়ার ষাঁড়াষাঁড়ি।