*    খোঁজ রাখে না


কে নেয়  দুঃখীর খোঁজ?
    কষ্ট ওদের রোজ।
       স্বাধীন দেশ!
        চলছে বেশ
  নেতাদের রোজ ভোজ।
          ****


                  নর জবাব দাও
    
       উপভোগের জন্য শুধু সৃষ্টি ওদের!
দেখছি না তো কণা মাত্র কোথাও হেরফের।
             আদি থেকে আজ পর্যন্ত
              উৎপীড়নের বাড়বাড়ন্ত
   দানব-হাতেই হচ্ছে লেখা নারীর আখের।
                      ****


           খোঁয়াড়


ওই খোঁয়াড়ে দুশ্চরিত্রের ভিড়
ঠান্ডা ঘরে শানায় বসে তীর।
     নয়কো থোড়া থোড়া
    মিলবে শতেক জোড়া
লুটেপুটে খাচ্ছে ওরাই ক্ষীর।
            ***
          লাম্পট্য


যা বলে তার উল্টো করে
বাঁহাত দিয়ে পকেট ভরে।
       বানর পোষে    
        রক্ত চোষে
মৃগীর খোঁজে, রাত্রে চরে।
            ***


                      সুখস্বপ্ন


   সুখস্বপ্নে আছি বেঁচে ভরবে আলোয় চতুর্দিক
  মানুষ হবে কলুষমুক্ত মানবিক আর আন্তরিক।
               উঠবে বেজে ঐকতান
              অগ্রগতির এই সোপান
ভাবলেও বেশ পুলক জাগে, সৌভ্রাতৃত্ব পথ সঠিক।
                    ******