#              শুভবোধ


  ক্ষমা করার আনন্দ, সুখ, চিরস্থায়ী
  প্রতিশোধের আনন্দ হয় ক্ষণস্থায়ী।
           প্রতিহিংসা প্রতিশোধ
             নষ্ট করে শুভবোধ
জিঘাংসাবোধ পোষণ করে স্তন্যপায়ী।
              *********


                টনক নড়ে কীসে


     ভদ্রজনোচিত ছিল প্রতিবাদের ভাষা
হারাওনি বোধ, ভেবেছিল পূরণ করবে আশা।  
            ভাবলে ও'তার দুর্বলতা
            বুঝলে নাকো মর্মব্যথা
  হুজ্জোতিতে টনক নড়ে প্রশাসনের খাসা!!
                  *"*****


    স্পষ্ট কথা


বললে কথা স্পষ্ট
মিলবে ফ্রীতে কষ্ট।
       মূল্যবান
      মানসম্মান
  জীবন হবে নষ্ট।
      *****


            ডাক এলো না তাঁর  


অনেক, অনেক ডাক পেয়েছি কাছে যাবার
একটু ছোঁয়া পাবার আশায়, ডাকে আবার।
         প্রতীক্ষা তাঁর ডাকের আশায়
           যারে পেতে এ হৃদয় চায়
  ফুরিয়ে এলো বেলা তবু এলো না আর।
                 *********