*                 মেধার খোঁজ


  দুষ্টুবুদ্ধি যাদের মাথায় পিছন বেঞ্চে রোজ বসে
শোনার দিকে মন থাকে না তখন ওরা প্যাঁচ কষে।
                 মেধাশক্তি রয় মননে
               মিলতে পারে তা পিছনে
এমন নজির অনেক আছে স্থান পেয়েছে এক দশে।
                  **********


                   নিকৃষ্ট চিন্তা


  মানুষগুলো কেমন যেন বেশিরভাগই স্বার্থপর
পরের কথা ক'জন ভাবে ভরে আপন হামার ঘর।
                  দৃষ্টিভঙ্গি নিম্নগামী
                  মনুষ্যত্ব কত দামী
বোঝার চেষ্টা একটুও নেই অশ্রদ্ধা ভাব পরস্পর।
                    *********


                মনোব্যথা


কী করে কাটাব কাল তোমারে না পেলে
    বছরের শুরুতেই সিয়াচেনে গেলে।
           জানি না ফিরবে কিনা
           কেঁদে সারা মনোবীণা
যাবে যদি তবে কেন এ' জীবনে এলে।
                  *****