*             অপচয়


পানীয় জলের কেন এত অপচয়
মানুষের চেতনার কেন অবক্ষয়!
       হতে হবে সচেতন
        সবিনয় আবেদন              
নাহলে বিপদ ঘোর,আশু বিপর্যয়।
            *****


          কোথায় তাঁরে পাই


মরমি মনের খোঁজ কোথা গেলে পাই
ভালোবাসা পেতে গেলে সহিষ্ণুতা চাই।
        কালো বলে সরে যায়  
        ধলোতে কী সুখ পায়
কালোর কদর বোঝে সে মানুষ নাই।
                ****


              বন্ধুর খোঁজে


সত্যিকারের বন্ধু পাওয়া কঠিন ব্যাপার
কপট হলে তার গরলে পুড়ে ছারখার।
        যে পায় তাঁর ভাগ্য ভালো
       জীবন থেকে মুছবে কালো
কপালজোরে জুটে গেলে, সৌভাগ্য তাঁর।
                *****


               জায়া-পতি


কায়া যদি নাই থাকে কোথা পাবে ছায়া
  আলোর অভাব হলে অসহায় কায়া।
          আলো চাই কায়া চাই
          তা না হলে ছায়া নাই
আলোর পরশে ওরা যেন পতি-জায়া।