*       পরম বন্ধু                    
ঘোর বিপদে পড়ি যখন
পাশে এসে দাঁড়াও তখন।
   আর তো কেহ নাই          
    ডাকলে যারে পাই                  
কে আছে আর বন্ধু এমন।          
        ******


             আত্মসংবরণ


কু-চিন্তা রাজত্ব করে একেলা যখন
নিজেরে বিমুক্ত রাখা কঠিন তখন।
        যেজন একাজ পারে
        শাবাশ শাবাশ তাঁরে,        
সমাদৃত হন তিনি গোলাপ যেমন।
             ******


                 সত্যিকারের মানুষ


    দৈন্যদশা হলেও যেজন ভিখারিকে ফিরায় না
   সে-ই সত্যিকারের মানুষ অক্ষমতা জানায় না।
              কিছুটা দেয় নিজের থেকে
               পারি না কি তা প্রত্যেকে
পেট না ভরুক মন তো ভরে, না বলাটা মানায় না।                            
                        *******


              ওরা অমানুষ


যুবতি কিশোরী শিশু প্রবীণা বা বুড়ি
যেকোনো একটি দেখে লাগে সুড়সুড়ি।
            কদর্য রুচির নর
            ওরা নির্মম বর্বর
জ্বলন্ত অঙ্গার 'পরে, শাস্তি হামাগুড়ি।
            #######