একতারাতে গান ধরেছি
বনবীথিতে একা
কোথায় তুমি প্রাণসখা
দাওনা এসে দেখা।


এমনি করে কাটল বেলা
পাক ধরেছে চুলে
আর কতকাল রইবো বলো
ডুলুং নদীর কূলে।


বর্ষাতে এর ভীষণা রূপ
খেতের ফসল ডোবে
দীনদরিদ্র মানুষগুলো
ফুঁসতে থাকে ক্ষোভে।


বছর বছর চিত্র একই
বাঁচবে কেমন করে
এ’দেশ ছেড়ে যাবে কোথায়
ব্যথাতে মন ভরে।


খাদ্য বিনা অচল জীবন
নয়কো এরা নামি
একটুখানি নজর দিয়ো
ওগো অন্তর্যামী।