একটুখানি কাজ রয়েছে বাকি
সারাটি ক্ষণ ওতেই ব্যস্ত থাকি
দেখছো নাকি ওপর থেকে এসব তুমি।
জানি প্রভু নজর তোমার বিশ্ব চরাচর
                       আড়ালে মুখ ঢাকি।
এখন শেষ প্রহর গণি
মাঝে মাঝে কাহার যেন শুনি পদধ্বনি।
নিঃস্ব আমি শুধুমাত্র ফুলের অর্ঘ্য দিই
প্রণাম করে প্রসাদী ফুল বিল্বপত্র নিই।
                     হাতটি পেতে থাকি
একটুখানি কৃপা তোমার পাব না কি।