কৃপা করো প্রভু
অজিত কুমার কর


পূর্ণিমা-চাঁদ শবেবরাতের রাত
পাপ মুছে প্রভু মস্তকে রেখো হাত।
উপোষ করেছি সারারাত জাগরণ
চরণকমলে সঁপেছি এ প্রাণ মন।


বাড়িয়েছি হাত অন্ন বস্ত্র দিয়ে
বলিনি কুকথা আমি ইনিয়েবিনিয়ে।
শুদ্ধ চিত্তে ভজেছি তোমার নাম
তোমার হাতেই লেখা হবে পরিণাম।


পাপ ও পুণ্য তুলাতেই মেপে দেখো
পাপ বেশি হলে জাহান্নামেই রেখো।
তোমার মতন পৃথিবীতে কেহ নাই
যত পাপ করি একটু করুণা চাই।


খোদা ঈশ্বর সর্বশক্তিমান
খোলা আছে জানি সহস্র চোখ কান।
শান্তি ও সুখ সকল প্রাণীই পাক
পৃথিবী বাঁচুক জীবেরাও বেঁচে থাক।


তবুও হিংসা হানাহানি চার দিকে
জিঘাংসা লোভ স্বপ্নকে করে ফিকে।
কিছু কিছু নেতা হারিয়েছে শুভবোধ
শিক্ষা পেলেও ওরাই বড় অবোধ।


© অজিত কুমার কর