কৃষক রমণী


কাস্তে রয়েছে হাতে মন উদাসীন
কৃষকের গৃহিনীরা খাটে রাতদিন
হাতে তাঁর কাজ ঠাসা পুরুষের সাথি
সতত বজায় রাখে হাসি অমলিন।


কত কী যে পারে ওরা দেবতাই জানে
আমরা পুরুষ যারা ঘুরি সন্ধানে
বিফলতা করে গ্রাস শুধু চেয়ে থাকি
'জানা অসাধ্য কাজ', বলে কানে কানে।


কঠোর কোমল মিলে নারীর হৃদয়
তাই অতি সহজেই বিশ্ববিজয়
ওরা চায় ভালোবাসা আর ছোটো নীড়
প্রীতির বাঁধন যেন হয় প্রেমময়।


অতীব সহজে করে পরকে আপন
দুটো দিক সামলায় এটাই জীবন
মিলেমিশে কাজ করা মানুষের দায়
তাহলেই র'বে ঠিক সমতা এমন।


#অজিত কুমার কর