ক্রোধাগ্নি
অজিত কুমার কর


নিজেই নেভাও মনের আগুন
এটা তোমার দায়,
না নেভালে পুড়বে নিজে
লাগবে পরের গায়।


কেড়ে নেবে শান্তি ও সুখ
তুমি কি তাই চাও?
ঠান্ডামাথায় ভেবে দেখ
একটু সময় নাও।


আপন শান্তি সবার শান্তি
মিলবে তখন সুখ,
বেঁচে থাকার রসদ এটাই
বিমল র'বে মুখ।


অযুত প্রাণের দাপাদাপি
সহ্য করে ঘাস,
অপরিসীম সহিষ্ণুতা
দেখছি বারো মাস।


দাবানলের চেয়ে ভয়াল
শ্রেষ্ঠ জীবের ক্রোধ,
হিতাহিত জ্ঞান তখন শূন্য
হারায় শুভ বোধ।


© অজিত কুমার কর