*
  শক্তি প্রদর্শনের খেলা দেখছে মানুষ জন্ম থেকে
ভয় পেয়ে যায় বিরোধীরা পুরো ব্রিগেড ভর্তি দেখে।
     ‌‌‌         যান চলেনি নিদ্রা আবেশ
                জনগণের কষ্ট অশেষ
জলাঞ্জলি জরুরী কাজ, এসব কথা কে আর লেখে!


মনে মনে গুমরে মরে চায়ের কাপে তুফান ওঠে
বাকবিতন্ডা চলতে থাকে কেউ বা ওঠে বিষম চ'টে।
              যে যায় লঙ্কায় সে হয় রাবণ
              আগেও যেমন আজও তেমন
জনস্বার্থ মামলা নিয়ে মানুষ ভয়ে যায় না কোর্টে।