ক্ষণপ্রভা ১০


মায়ের মতো নীরব শ্রোতা অমিল ভূভারতে।
শুনবে সবই হাসিমুখে সায় আমাদের মতে।
কোথায় পাবো এমন সুজন
সুগন্ধিতে ভরাবে মন
জোগায় সাহস সকল সময় বিপদ যেসব পথে।
------
ও ছিল যে মনকাননের ফুল
শ্যামা মা তুই ক'রলি ওকে
আপন কানের দুল।
আর কি কোথাও ফুল ছিল না
ওতেই পড়ল হাত
সাজান সেই মনোদ্যানে
করলি গিরিখাত।
------
একতারাটি হাতে আমার
চলছি এ কোন কূলে
কেন এমন ভাবনা মিছে
মন যে বাউন্ডুলে।
------
আছে নেই
অচিরেই
শূন্য
ক্ষুণ্ণ
ভাবাবেই।
-----
শোনো কান পেতে
নিজের বুকেতে।
টুকটুক
ধুকপুক
সদা দিনে রেতে।
-----
দেহ চাহে দেহ
বুঝল না কেহ।
কোথা যাই
তাঁরে পাই
ঢেলে দেবো স্নেহ।
------
ঝরে লোনা জল
আঁধারে উজ্জ্বল।
এ কী গুহা
ঘন কূহা
পল অনুপল।
-------
কী যে ভাবে কাকে চায়
ডেকে ডেকে ফিরে যায়।
আশাহত
বুকে ক্ষত
এ কি শুধু তাঁরই দায় ?


© অজিত কুমার কর