ক্ষণপ্রভা ১১


কেন এমন হলো
এ যে হবার নয়
এর কারণ বলো
লাগে ভীষণ ভয়।
-------


স্ব্চ্ছ জলের ধারা
হবে বাঁধনহারা
ভাঙো এবার কারা।
-----
ঢেউ ভাঙছে তীরে
ভেজে চরের বালি
লালকাঁকড়া ডোবে
কে গুলালো কালি।
------


এসো একটু কাছে
কত ঝিনুক আছে
কেউ কুড়োয় পাছে।
------


দিনের আলোয় ক্লান্ত এখন
চতুর্দিকেই জল
আঁধার রাতে স্বপ্নে শুনি
বর্ষারানির মল।
-----
একলা বসে রই
কাজলাদিদি কই?
এখন চাই
কোথায় পাই
গুড়মাখানো খই।
------
মনে নদী চোখে নদী
নদী আমার অঙ্গনে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে
বাঁধা প্রেমের বন্ধনে।
-----
ছেঁড়া শৈশব স্মৃতির টান
শুনতে পাবে পাতলে কান।
-----
কান্না হাসি
এই তো জীবন
দুঃখ সুখে ভরাই মন।