ক্ষণপ্রভা ১২


পরিয়ে দিলে মালা
জুড়িয়ে গেল জ্বালা।
কোথায় গেলে
আমায় ফেলে
রূপসি মণিমালা।
------
মন থাকলেই মনের মানুষ মেলে
আলোর পিছে ছায়া হয়েই খেলে।
------
কৃষ্ণ যদি বৃষ্টি হয়ে
অঝোর ধারায় ঝরে
স্রোতস্বিনী হয়ে রাধা
নেবে আপন করে।
-----
এসো এসো পাশে এসো
হাতে হাত রাখি
যত বাধা যাবে সরে  
বেঁধে দেব রাখি।
-------
পড়া হলো শেষ
রয়ে গেল রেশ
দোল খাই ক্ষণে ক্ষণে,
মধুমাখা কলি
বারবার বলি
দাগ কেটে যায় মনে।
-----
এখন বসন্ত
কাটে নিশি জাগরণে
তোমার চরণধ্বনি  
প্রেরণা অনন্ত।
-----
তোমার জন্য গন্ধ ছড়ায়
বকুল-চাঁপা-জুঁই
একটু দেখা দাওনা প্রভু
চরণ দুটি ছুঁই।
------
হড়পা বানের প্রবল গতি
ডুবিয়ে দিল সবই
দৃশ্যাবলী মর্মস্পর্শী
দুঃখভরা ছবি।


© অজিত কুমার কর