ক্ষণপ্রভা ১৩


রক্তরাঙা মায়ের আঁচল
গর্জে ওঠে যুবার দল
হটলো দূরে শত্রুসেনা
উঠল কেঁপে পৃথ্বীতল।
অরুণ আলো রাঙিয়ে দিল
অধীনতার জ্বলন শেষ
মানচিত্রে জায়গা পেল
স্বাধীন নতুন বাংলাদেশ।
------
অন্তরে দীপ জ্বালাও রে ভাই
তাতেই মুছবে কালো
অসীম শক্তি লুকিয়ে আছে
করবে জগৎ আলো।
------
বিরহ সহে না আর
বড় একা লাগে
স্বপনেই দাও ধরা
শুকতারা জাগে।
------
ধ্যানমগ্ন অবিচল
দুই গিরিচূড়া
সাধনায় সিদ্ধিলাভ
বৃথা মাথাকুড়া।
------
জোয়ার এলেই ছুটবে তরি
লাগবে পালে হাওয়া
যখন তুমি যেমনটি চাও
যায় না তাহা পাওয়া।
------
ভালোবাসার কাঙাল রে মন
খুঁজে বেড়াস কাকে
সহজে কি দেয় রে ধরা
ফুলের বুকে থাকে।
------
রূপবতী মৌটুসি কত তার ঢং
ক্ষণে ক্ষণে পাল্টায় জীবনের রং।
তাই অলি পথ ভুলে
প্রতিদিন বসে ফুলে
মন্দিরে বেজে ওঠে ঢং ঢং ঢং।


© অজিত কুমার কর